কি ভাবে মোবাইল সার্ভিসিং করবেন?(ক্লাস-৩)

আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মিটার নিয়েএই মিটারটি মোবাইল কাজের জন্য অতিপ্রয়োজনিয়মিটারের নাম হচ্ছে এভোমিতার(Avomiter)আর কথা না বাড়িয়ে কাজ শুরূ করি-

Avometer:- কাজের দিক দেয়ে এভোমিটার কে চার ভাগে ভাগ করা যায়।
·       AC Voltage
·       DC Voltage
·       DC mili Ampear
·       Ohm
AC Voltage:-Ac voltage মাপার সময় এভোমিটার সিলেক্টর AcV 250 এ রেখে মাপতে হবে,তখন Avometer এর চতুর্থ স্কেল দেখতে হবে।

কি ভাবে মোবাইল সার্ভিসিং করবেন(ক্লাস-২)


হট গান :সোল্ডারিং ওইয়ার,তাতাল।
মোবাইল টুল বক্স এ যে সকল টুলসের পরিচয় করিয়ে দিলাম,তার কাজ হচ্ছে মোবাইলকে খুলা ও ফিটিং করা।আর হটগান এর কাজ হচ্ছে মোবাইলের আইসি উঠানো-বসানো,সোল্ডারিং,ঝালাই করা ইত্যাদি।আজ

কি ভাবে মোবাইল সার্ভিসিং করবেন (ক্লাস-১)



বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রথমেই আমরা পরিচিত হব যে সকল যন্ত্র-পাতি দিয়ে কাজ করব।মোবাইল রিপিয়ার(মেরামত)করতে যে সকল যন্ত্র-পাতি লাগে তার মাঝে উল্লেখ করা যাই-

  • মোবাইল টুল বক্স,
  • হটগান,
  • এভোমিটার,
  • পাওয়ার সাপ্লাই,
  • কুইক চার্জার,
  • একটি টেবিল লেম্প(মেগ্নিফ্লাইং গ্লাস সহ),
  • লিড কয়েল,
  • রজন,
  • মেজিক তার,
  • থিনার,
  • সোল্ডারিং পেস্ট,