প্রথমেই আমরা পরিচিত হব যে সকল যন্ত্র-পাতি দিয়ে কাজ করব।মোবাইল
রিপিয়ার(মেরামত)করতে যে সকল যন্ত্র-পাতি লাগে তার মাঝে উল্লেখ করা যাই-
- মোবাইল টুল বক্স,
- হটগান,
- এভোমিটার,
- পাওয়ার সাপ্লাই,
- কুইক চার্জার,
- একটি টেবিল লেম্প(মেগ্নিফ্লাইং গ্লাস সহ),
- লিড কয়েল,
- রজন,
- মেজিক তার,
- থিনার,
- সোল্ডারিং পেস্ট,
- একটি টুথ ব্রাশ,
- হিট বক্স ইত্যাদি।
মোবাইল টুল বক্স :মোবাইল টুল
বক্স এ সাধারনত যা থাকে-
- একটি T6
- একটি T5
- একটি Star
- একটি মাইনাস
- দুইটা টুইজার
- একটি নুস প্লাস
- একটি কাটিং প্লাস ইত্যাদি।
No comments:
Post a Comment