Nokia 1202-1203-1280-1661-1662-5030 All Solution-class21


Nokia 1202,1203,1280,1661,1662,5030 Microphone Solution :
এই সেটে যখন মাইক্রোফোন সমস্যা দেখা দিবে,প্রথমেই আমরা Microphone চেঞ্জ করে দেখব ।এরপর দেখব মাইক্রোফোন টিপস এ মান দেখাই কিনা ।এরপর দেখব টিপ্সের উপরের যে দুটি পার্টস আছে তা ঠিক আছে কিনা এবং টিপস থেকে
পার্টস এ লাইন থাকে সে লাইন ঠিক আছে কিনা দেখব ।যদি লাইন না থাকে তাহলে মেজিক তার দিয়ে লাইন টেনে দিতে হবে ।এরপরও যদি কাজ না হয় তাহলে ঐ পার্টস এর ঠিক উপরের একটি কেপাসিটরের পাশে যে দুটি রেজিস্টর আছে সেখান থেকে লাইন টেনে দিতে হবে ।

Nokia 1202,1203,1280,1661,1662,5030 Insert Sim Solution :
ডিসপ্লেতে যখন এই সমস্যা দেখা যাবে,প্রথমে আমরা বেসিক চেক করব ।এরপর দেখব সিম কানেক্টর ঠিক আছে কিনা ।অতঃপর দেখব সিম আইসি ঠিক আছে কিনা ।যদি কাজ না হয় তাহলে সিম আইসি পরিবর্তন করে দিব ।এরপরও যদি কাজ না হয় তাহলে সিম আইসির টিপস থেকে সিম কানেক্টরে লাইন থাকে সেটি ঠিক আছে কিনা দেখব ।যদি লাইন না থাকে মেজিক তার দিয়ে লাইন টেনে দিব ।এরপরও যদি কাজ না হয় তাহলে চার্জিং রেজিস্টর এর নিচে লাইন থাকে সেখান থেকে লাইন মেজিক তার দিয়ে করে দিব ।
Nokia 1202,1203,1280,1661,1662,5030 L.C.D White Solution : 
এই সেট গুলিতে যদি ডিসপ্লে সাদা বা লেখা না আসে তাহলে আমরা প্রথমেই চেক করব এল সি ডি ঠিক আছে কিনা ।এল সি ডি ঠিক থাকের পরও যদি কাজ না করে তাহলে এল সি ডি টিপস এর মাঝে লাইন আছে কি না ভাল করে মিটার দিয়ে দেখে নিব ।যদি টিপস এ লাইন না থাকে তাহলে দেখব,টিপ্সের ঠিক নিচেই লাইন আছে সেটি ব্লেইড দিয়ে কুড়ে বের করব ।যে টিপস বের করলাম তার মাঝে লাইন আছে কিনা মিটার দিয়ে দেখে নিব ।যদি এখানে লাইন পাওয়া যায় তাহলে লাইন এখান থেকে টেনে দিব ।আর যদি এখানে লাইন না পাওয়া যায় তাহলে এল সি ডি টিপস থেকে চার্জিং কানেক্টরের বামপাশে অনেক গুলি পার্টস আছে,সেই পার্টস গুলিতে লাইন থাকে । Diagram দেখে আমরা সেই লাইন টেনে দিব ।

No comments:

Post a Comment