স্ট্রোকের লক্ষণ ও আমাদের করণীয়
স্ট্রোকের লক্ষণগুলো কী কী, কেউ স্ট্রোকে আক্রান্ত হলে আশপাশের মানুষের কী করা উচিত এবং কিভাবে স্ট্রোকে আক্রান্তদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় তা আমরা অনেকেই জানি না।
2. স্ট্রোকে আক্রান্ত মানুষের যে কোনো একটি হাত অবশ হয়ে যায়। কথা বলতেও অসুবিধা হয়। কথা বলতে গেলে জড়িয়ে যায়।
3. স্ট্রোকে আক্রান্ত মানুষ শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন।
4. স্ট্রোক হলে ঢিপঢিপ করে মাথাব্যথাও করে।
5. এছাড়া স্ট্রোকে আক্রান্তরা চোখে অন্ধকার দেখেন, নিকট অতীতে ঘটেছে এমন ঘটনা মনে করতে পারেন না।
6. এ সময় তাদের মাথাও ঘোরায়।
কারো মধ্যে এসব লক্ষ্য দেখা গেলে বুঝতে হবে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যত তাড়াতাড়ি এদের হাসপাতালে নেয়া যাবে তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা তত বেশি থাকবে।
No comments:
Post a Comment