How to Flash your nokia mobile phone without any box-কি ভাবে নকিয়া সেট ফ্ল্যাশ করবেন বক্স ছাড়া



আশা করি সবাই ভাল আছেন ।অনেক দিন পর হাজির হলাম ।আজকের সিরোনাম দেখে হয়ত অনেকেই বুঝে গেছেন কি নিয়ে আজ আপনাদের শেখাব ।
হ্যাঁ সেট কি করে ফ্ল্যাশ করি সেটাই আমি আপনাদের আজ বলব ।সেট বিভিন্ন কারনে ফ্ল্যাশ করতে হয় ।যেমন -সেট হেং,সেট ডেথ,সেটের বিভিন্ন ফাইল উধাও,ডায়াল কল-মিসড কল-রিসিভ কল দেখা যায় না ইত্যাদি সমস্যা হলে সেট ফ্ল্যাশ করতে হয় । আমার পুর্বের টিউন যারা ভাল করে লক্ষ করেছেন,আপনারা সেখানে দেখতে পেয়েছেন যে অনেক প্রবলেম আছে যা সেট ফ্ল্যাশ করা ছাড়া কাজ হবে না ।
সেট ফ্ল্যাশ করার জন্য অনেক সফ্যাটওয়ার আছে ।আজ আমি আপনাদের সামনে যে সফটওয়্যারের আলোচনা করব সেটার নাম- Phoenix Service Software ।অনেক সফ্যাটওয়ার আছে যা বক্স ছাড়া সেট ফ্ল্যাশ করা যায় না ।আমি যেটা নিয়ে বলব সেটা দেয়ে সেট ফ্ল্যাশ করতে কোন বক্স লাগবে না ।এই সফ্যাটওয়ার দিয়ে কেবল নকিয়া সেট ফ্ল্যাশ করা যাবে । আপনারা যারা এন্ড্রয়েড সেট ফ্ল্যাশ করতে চান তারা দেখতে পারেন  ফয়সাল ভাইয়ের এই টিউন 
অনেক বক বক হল এবার চলুন শুরু করি ।প্রথমে আপনারা এখান থেকে সফ্যাটওয়ার টি ডাউনলোড করে সেটাপ করুন ।সেটাপ একদম সহজ তাই কিভাবে করতে হবে তা বললাম না ।সেটাপ হওয়ার পর আপনার ডেক্সটপে নিচের চিত্তের মত একটা আইকন দেখতে পারবেন ।
যে সেট ফ্ল্যাশ করবেন তার পিছেন দেখেন সেটের মডেল ও RM-...... নাম্বার লেখা আছে । আর এম ,সেটের মডেল লিখে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করার জন্য নেট এ সার্চ দেন সেটের ফ্ল্যাশ ফাইলটি পেয়ে যাবেন ।ধরুন আমি Nokia 3110c সেট ফ্ল্যাশ করব ।গুগলে গিয়ে লেখলাম-Nokia 3110c Rm-237 Flash file free download .
ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে আপনি দুরকমের পেতে পারনে ।১-সেটাপ করার জন্য ,২-সেটাপ করা ফাইল ।
আপনার ফাইল যদি ১নং হয় তাহলে নরমালি সেটার করুন ।
আর আপনার ফাইল যদি ২নং হয় তাহলে আপনার RM অনুযায়ি মডেল লিখে একটা ফোল্ডার করুন এবং সব ফাইল এই ফোল্ডারে রাখুন ।
যেমন-আমি RM-237 লেখে একটা ফোল্ডার তৈরি করে ডাউনলোড করা সব ফাইল ঐ ফোল্ডারে রাখলাম । C:\Program Files\Nokia\Phoenix\Products এখানে যান এবং ফোল্ডারটি সেখানে কপি করে পেস্ট করুন ।
এখন আমরা সেট ফ্ল্যাশ করব ।প্রথমে সফ্যাটওয়ার ওপেন করুন ।নিচে চিত্র দেখুন -





সফ্যাটওয়ার ওপেন হলে ফাইল এ ক্লিক করে নিচে Open Product এ ক্লিক করুন ।
Open Product এ ক্লিক করলে নিচের মত চিত্র আসবে সেখান থেকে আপনার সেটের RM সিলেক্ট করে ওকে করুন। যেমন আমার সেটের RM হচ্ছে ২৩৭ 
 আপনার সেটের মডেল সিলক্ট করা হয়েছে ।এখন ফ্লাশিং থেকে ফার্মওয়্যার আপডেট এ ক্লিক করুন ।নিচে চিত্র লক্ষ করুন 

অতঃপর একট উইন্ডো ওপেন হবে সেখান থেকে প্রডাক্ট কোড ব্রাউজ করুন ।চিত্র



আপনার সেটের পিছনে যে কোড লেখা আছে সেটা এখান থেকে দেখিয়ে অকে করুন,সেটের কোড দেখতে এই চিত্র দেখুন -




এবং সফ্যাটওয়ারের এখান থেকে কোড মিলান -



এখন আমরা সেটটিকে ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করতে নিচের চিত্র লক্ষ করুন ।-


Refurbish এ ক্লিক করার পর নিচের চিত্র আসবে -


দেখতেই পাচ্ছেন কি লেখা আছে । প্রথমে ওকে দিন ।এই বার আপনার সেট পিসি সাথে ডাটা কেবল লাগিয়ে সংযোগ দিন ,সেটে ব্যাটারি লাগান,পাওয়ার বাটনে ১সেকেন্ড চেপে ধরুন ।সেট কানেক্ট পেলে একটা সিগনাল পাবেন পাওয়ার বাটন ছেড়ে দিন ।এখন সেটটি ফ্ল্যাশ নিতে থাকবে। সেট ফ্ল্যাশ নিলে স্ক্রিনে নিচের মত দেখতে পাবেন-


এখন আপনাকে কাজ কম্পেইট না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ।অর্থাত নিচের মেসেজ না আসা পর্যন্ত সেট কোন রকম নাড়া-চাড়া করা বা পিসি থেকে ডিসকানেক্ট করা যাবে না



উপরের মেসেজ আসলে বুঝে নিন আপনার কাজ কমপ্লেইট, অকে দিন ।
দেখুন আপনার সেট চালু হয়েছে বা সেটের ডিসপ্লেতে লেখা আছে লোকাল মোড ।সেট পিসি থেকে খুলুন, ব্যাটারি খুলে আবার লাগান এবং চালু করুন ।
 কি হয়েছে আপনার কাজ .........।
 সতর্কতা-সেট ফ্ল্যাশ চলা অবস্থায় যদি কোন কারনে সেট পিসি থেকে ডিসকানেক্ট হয়,কারেন্ট চলে যায় তাহলে সেট পুরুপুড়ি ডেথ ।ভয় নেই আবার প্রথম থেকে সম্পুর্ণ কাজ করুন

No comments:

Post a Comment