মোবাইল মেরামত ক্লাস
Power
Section:
Power section সাধারনত
Battery বা
Charging
connector এর পাশে থাকে।পাওয়ার সেকশন এর পার্টস গুলো,যেমন-Capacitor,Diode,Resistor ইত্যাদি
parts গুলো
সাধারনত অন্যান্য সেকশন এর পার্টস থেকে একটু বেশি বড় বড় হয়ে থাকে ।
Power
section এর যে সকল parts বা Ic থাকে তার মাঝে
উল্লেখ করা যায়-
·
Power Ic
·
R.T.C
·
Charging Ic
·
Baek-up Battary
·
Charging Resistor
·
Filtaring Capacitor
·
Charging Diode
·
U.E.M Ic
পাওয়ার আইসির কাজঃ-Battary থেকে 3.6v নিয়ে
সম্পুর্ণ মাদার বোর্ডে Voltage সরবারাহ করাই power ic এর
কাজ।
Power ic কাজ ও নষ্ট হলে বুঝার উপায়ঃ-
Avometer selector Dcv10 এ
রাখতে হবে,on/off
সুইচ এ যদি কোন Voltage না পাওয়া যায় তাহলে
বুঝতে হবে power
Ic খারাপ।ইহা Unsolder অথবা নষ্ট হয়ে গেলে সেট এ পাওয়ার আসবে
না।
R.T.C:-R.T.C (Real Time Clack Crystal) ইহা
দেখতে সাধারনত আয়তকার এবং কালো রং এর হয়ে থাকে।চার পিন বিশিষ্ট
হয়ে থাকে,তবে কিছু কিছু সেট এ ইহা দেখতে সোনালী রং এর হয়ে থাকে,বোতল আকৃতির এবং
দুই পিন বিশিষ্ট।
R.T.C কাজ ও মাপার
নিয়মঃ-Mobile
সেট এ সময় ও তারিখ ঠিক রাখা।ইহা নষ্ট হয়ে গেলে মোবাইল সেট এর
তারিখ ও সময় ঠিক থাকবে না।x10 রেখে মাপতে হবে,ভাল থাকলে কোন মান দেখাবে
না।নষ্ট হলে যে কোন মান দেখাবে।
No comments:
Post a Comment