Mobile Repairing Training Class -12



মোবাইল সেকশন এবং আইসি পরিচিতি

Mobile Repairing Training Class -11


Network Section
Network Section সাধারনত যে সকল আইসি থাকে তার মাঝে-
  • Antenna Swith
  • P.F/R.F ic
  • Capacitor
  • Coupler
  • Rx,Tx Line
  • Antenna
Network section চেনার উপাইঃ-ইহা সাধারনত Mobile set এর মাদার বোর্ড এর উপরের অংশে থাকে।Network section এর বেশির ভাগ parts গুলা মেটাল কালার হয়ে থাকে । যে সেকশনে মেটাল কালার parts বেশি পাওয়া যাবে ধরে নিতে হবে সেটাই Network section. ক্ষেত্র বিশেষে একই রকম না ও হতে পারে ।

 Antenna :যে যন্ত্রের সাহায্যে ইলেকট্রনিকেল সিগন্যালকে ধরে রাখতে পারে এবং ছেড়ে দেয় তাহাই হচ্ছে Antenna. মোবাইল সেট এ সাধারনত দুই ধরনের antenna ব্যবহার হয়ে থাকে।
·        Indoor Antenna
·        Out-door Antenna
Indoor antenna:- ইহা মোবাইল সেট এর ভিতরের অংশে থাকে,তাই এই antenna কে দেখা যাই না ।
Out-door antenna:- ইহা মোবাইল সের এর বাহিরের অংশে থাকে,তাই এই antenna কে দেখা যায় ।

Antenna Switch: ইহার কাজ হচ্ছে Incoming Outgoing Signal কে controll করা । ইহা সাধারনত ৬থেকে ১৬ পিন বিশিষ্ট হয়ে থাকে ।এর গায়ের উপর rx/tx বা ant লেখা থাকবে,যদি লেখা না থাকে তাহলে এর গায়ে একাধিক ছিদ্র থাকবে । তবে বর্তমানে অনেক সেট এ Antenna Switch ব্যবহার করা হয় না ।

P.F/R.F :- P.F হচ্ছে (Power Frequency) আর R.F (Radio Frequency) ইহা দেখতে আয়তকার ও মেটাল কাভার যুক্ত হয় ।আবার ইহা কালো রং এর হয়ে থাকে ।যদি মেটাল কাভার যুক্ত হয় তাহলে এর গায়ের উপর P.F কথাটি লেখা থাকবে ।আর যদি কালো রং এর হয় তাহলে এর গায়ে R.F লেখা থাকে ।ইহা সাধারনত এন্টিনা সুইচ এর কাছে থাকে ।এর কাজ হচ্ছে 900-1800 Hz ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা ।P.F/R.F নষ্ট হলে অনেক সময় সেট এ পাওয়ার থাকে না এবং সেট এ Network থাকে না । 

Coupler: Coupler দেখতে সাদা বা ধুসর রং এর হয়ে থাকে ।৬থেকে ৮পিন বিশিষ্ট ।coupler এর কাজ হচ্ছে দুই পার্টসের মধ্যে সম্পর্ক স্থাপন করা ।x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে উভয় পাশে 0hm দেখাবে নষ্ট হলে কোন মান দেখাবে না ।



2 comments:

  1. Nice blog i like this post i am looking for such information long time & finally i got it from this post,
    Thanks for sharing this great information.mobile repairing course in hyderabad

    ReplyDelete
  2. Very informative and well written post! Quite interesting and nice topic chosen for the post.
    Thanks for sharing this nice post.
    mobile repairing course in hyderabad

    ReplyDelete