Mobile Repairing Training Class -11



আইসি পরিচিতি-২

Ram Rom :RamRom হচ্ছে একটি মেমোরি ডিভাইস।Ram এর অর্থ হচ্ছে Random Access Memory.আর Rom  এর অর্থ হচ্ছে Red Only Memory.এই দুটি আইসি সাধারনত C.P.U এর পাশে থাকে।কিছু কিছু সেটের আইসির গায়ে Flash কথাটি লেখা থাকে,সেটাই হচ্ছে Rom এবং এর পাশেরটা হচ্ছে Ram.এই দুটি আইসি সব সময় পাশাপাশি থাকে।

Ram Romএর কাজঃ-Ram অস্থায়ী ভাবে Data collection করে থাকে।আর Rom স্থায়ী ভাবে Data collection করে।

 Ram নষ্ট হলে অস্থায়ী ডাটা গুলো মুছে দেয় এবং Network থাকে না।
Rom নষ্ট হলে স্থায়ী ডাটা গুলো মুছে দেয় এবং Power Network দুটোই থাকে না ।

N:B Ram Rom নষ্ট হলে software দিয়ে সমস্যা সমাধান করতে হবে।
 

                       Extra Knowledge


  • সেট on/off হতে যদি সমস্যা করে তাহলে switch পরিবর্তন করব।
  • Set Death হয়ে গেলে প্রথমে Battery চেক করব,তারপর ব্যটারী কানেক্টর ভাল করে চেক করতে হবে।
  • Keypad hang হয়ে গেলে কিপেডের নিচে একটা পাতা থাকে(কিপেড পাতা) সেটা আমরা পরিস্কার অথবা পালটিয়ে দিব ।
  • Call করার মাঝে বা কথা বলার মাঝখানে সেট off হয়ে যাই তাহলে আমরা বুঝব Battery আয়ু শেষ ।
  • কল করার শুরূতে যদি পাওয়ার অফ হয়ে যায় তাহলে Battery connector লুজ ।
  • আমি শুনি কিন্তু অপর প্রান্ত শুনতে পায় না Microphone নষ্ট ।
  • অপর প্রান্তে আমার কথা শুনে কিন্তু আমি শুনিনা Speaker খারাপ ।


No comments:

Post a Comment