MobileTraining Class 09-কি ভাবে মোবাইল সার্ভিসিং করবেন(ক্লাস-০৯)



মোবাইলে ফোন আইসি পরিচিতি

Charging Ic:
 ইহা দেখতে সাধারনত কালো রং এর হয়ে থাকে,৮ থেকে ১৬ পিন বিশিষ্ট।Charging ic এর চারপাশে বড় বড় resistor,Diode,Coile ইত্যাদি থাকতে পারে।
Charging Ic ইহার কাজ ও নষ্ট হলে বুঝার উপাইঃ-
ইহা চার্জার থেকে 6-10v নিয়ে 3.6v ব্যাটারীতে সরবারাহ করাই হল এর কাজ।Charging ic নষ্ট হলে মোবাইল সেট এ চার্জ হবে না।
মাপার নিয়মঃ-
Avometer Selector Dcv10 রেখে মাপতে হবে।চার্জার মোবাইলে লাগিয়ে, Battery connector এ মিটারে তার দিয়ে ধরব।তখন মিটারে যদি ভল্টিজ দেখাই তাহলে বুঝব আইসি ভাল আছে,নষ্ট হলে কোন Voltage দেখাবে না।

 Back-up Battery:
ইহা দেখতে ঘড়ির ব্যাটারীর মত।
Back-up Batteryএর কাজঃ-
Back-up Battery এর কাজ হচ্ছে মোবাইল সেট এর সময় ও তারিখ ঠিক রাখা। ইহা সাধাতনত 2.5v হয়ে থাকে।ইহা নষ্ট হয়ে গেলে মোবাইল সেট এ তারিখ ও সময় ঠিক থাকবেনা।
মাপার নিয়ম ও নষ্ট হলে বুঝার উপায়ঃ-
Dcv10 এ রেখে মাপতে হবে,ভাল থাকেলে সর্বনিম্ম 1.5v দেখাবে।নষ্ট হলে কোন ভোল্টেজ দেখাবে না।

Charging Resistor:
Charging Ic এর পাশে যে বড় Resistor থাকে সেটাই হল Charging resistor. অতিরিক্ত চার্জ কন্ট্রোল করাই হল চার্জিং রেজিস্টর এর কাজ।
মাপার নিয়ম ও নষ্ট হলে বুঝার উপায়ঃ-
Avometer Selector x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে যে কোন মান দেখাবে।নষ্ট হলে কোন মান দেখাবে না।

Charging Diode:-
 Mobile এর সব সেটে চার্জিং আইসি ব্যবহার করা হয় না,এর পরিবর্তে Normal Diode বা Step-up Diode ব্যবহার করা হয়ে থাকে।চার্জ কন্ট্রোল করাই হল ইহার কাজ।নষ্ট অথবা un-solder হয়ে থাকলে ব্যটারীতে চার্জ হবে না।

U.E.M Ic :
দেখতে সাধারনত বর্গাকার এবং কালো রং এর হয়ে থাকে।U.E.M ic এর চারপাশে প্রচুর পরিমানে capacitor,resistor দেয়া থাকে।ইহা সাধারনত C.P.U থেকে একটু বড় হয়ে থাকে।
U.E.M আইসির কাজঃ-
Charging ic,Audio ic,Power ic,Speaker,Ringer,Microphone,Vibrator ইত্যাদি Control করাই হল ইহার কাজ।
নষ্ট হলে বুঝার উপায়ঃ-
U.E.M ic নষ্ট হয়ে গেলে Speaker,Ringer,Microphone,Vibrator ভাল থাকা সত্তেও কাজ করবে না।
চলবে............

No comments:

Post a Comment