Power Solution for any Mobile(basic) Class-13



Power Solution
Any Mobile(basic)


আজকের পোস্টটি খুবই গুরুক্তপুর্ণ আপনারা সবাই ভাল করে দেখে নিবেন এবং কমেন্ট করে আমায় জানাবেন ।ত শুরু করা যাক-

  • সর্বপ্রথম ব্যাটারী চেক করব ।
  • ব্যাটারীতে ভোল্টেজ ও এম্পিয়ার আছে কি না চেক করব,যদি না থাকে তাহলে কুইক চার্জার দিয়ে চার্জ দিব ।
  • ময়লা বা মরিচা থাকলে থিনার বা সিরিস পেপার দিয়ে পরিস্কার করব ।
  • এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
  • ব্যাটারী কানেক্টরে যদি ময়লা বা মরিচা থাকে তাহলে সিরিচ পেপার দিয়ে ভালবাবে পরিস্কার করব ।

Mobile Repairing Training Class -12



মোবাইল সেকশন এবং আইসি পরিচিতি

Mobile Repairing Training Class -11


Network Section
Network Section সাধারনত যে সকল আইসি থাকে তার মাঝে-
  • Antenna Swith
  • P.F/R.F ic
  • Capacitor
  • Coupler
  • Rx,Tx Line
  • Antenna
Network section চেনার উপাইঃ-ইহা সাধারনত Mobile set এর মাদার বোর্ড এর উপরের অংশে থাকে।Network section এর বেশির ভাগ parts গুলা মেটাল কালার হয়ে থাকে । যে সেকশনে মেটাল কালার parts বেশি পাওয়া যাবে ধরে নিতে হবে সেটাই Network section. ক্ষেত্র বিশেষে একই রকম না ও হতে পারে ।

Mobile Repairing Training Class -11



আইসি পরিচিতি-২

Ram Rom :RamRom হচ্ছে একটি মেমোরি ডিভাইস।Ram এর অর্থ হচ্ছে Random Access Memory.আর Rom  এর অর্থ হচ্ছে Red Only Memory.এই দুটি আইসি সাধারনত C.P.U এর পাশে থাকে।কিছু কিছু সেটের আইসির গায়ে Flash কথাটি লেখা থাকে,সেটাই হচ্ছে Rom এবং এর পাশেরটা হচ্ছে Ram.এই দুটি আইসি সব সময় পাশাপাশি থাকে।

Ram Romএর কাজঃ-Ram অস্থায়ী ভাবে Data collection করে থাকে।আর Rom স্থায়ী ভাবে Data collection করে।

Mobile Repairing Training Class -10

মোবাইল আইসি পরিচিতি
Control Section : 
 ইহা সাধারনত পাওয়ার সেকশন ও নেটওয়ার্ক সেকশন এর মাঝে থাকতে পারে।control section এর আইসি গুলো সাধারনত কালো রং এর হয় এবং একত্রে থাকে।কন্ট্রোল সেকশন এর মাঝে সাধারনত যে সকল আইসি থাকে-C.P.U, Audio ic,Ram,Rom ইত্যাদি। 
C.P.U:-  
ইহা দেখতে বর্গাকার ও কালো রঙ এর।মাদার বোর্ড এর দিতীয় বড় আইসি হচ্ছে এটি।C.P.U এর কাজ হচ্ছে সম্পুর্ণ মাদার বোর্ডকে Control করা।C.P.U নষ্ট বা un-solder হয়ে থাকলে, Mobile set এ পাওয়ার আসবেনা,Sim Card,Keypad কাজ করবেনা।এ ছাড়াও Network সমস্যা,Display সমস্যা,Software Problem ইত্যাদি এ সকল সমস্যা এই C.P.U এর কারণে হয়ে থাকে।C.P.U সাধারনত পরিবর্তন করা যায় না।

MobileTraining Class 09-কি ভাবে মোবাইল সার্ভিসিং করবেন(ক্লাস-০৯)



মোবাইলে ফোন আইসি পরিচিতি

Charging Ic:
 ইহা দেখতে সাধারনত কালো রং এর হয়ে থাকে,৮ থেকে ১৬ পিন বিশিষ্ট।Charging ic এর চারপাশে বড় বড় resistor,Diode,Coile ইত্যাদি থাকতে পারে।
Charging Ic ইহার কাজ ও নষ্ট হলে বুঝার উপাইঃ-
ইহা চার্জার থেকে 6-10v নিয়ে 3.6v ব্যাটারীতে সরবারাহ করাই হল এর কাজ।Charging ic নষ্ট হলে মোবাইল সেট এ চার্জ হবে না।
মাপার নিয়মঃ-
Avometer Selector Dcv10 রেখে মাপতে হবে।চার্জার মোবাইলে লাগিয়ে, Battery connector এ মিটারে তার দিয়ে ধরব।তখন মিটারে যদি ভল্টিজ দেখাই তাহলে বুঝব আইসি ভাল আছে,নষ্ট হলে কোন Voltage দেখাবে না।

কি ভাবে মোবাইলের কাজ করব-ক্লাস-৮



মোবাইল মেরামত ক্লাস 
 Power Section:
Power section সাধারনত Battery বা Charging connector এর পাশে থাকে।পাওয়ার সেকশন এর পার্টস গুলো,যেমন-Capacitor,Diode,Resistor ইত্যাদি parts গুলো সাধারনত অন্যান্য সেকশন এর পার্টস থেকে একটু বেশি বড় বড় হয়ে থাকে ।
Power section এর যে সকল parts বা Ic থাকে তার মাঝে উল্লেখ করা যায়-
·        Power Ic
·        R.T.C
·        Charging Ic
·        Baek-up Battary
·        Charging Resistor
·        Filtaring Capacitor
·        Charging Diode
·        U.E.M Ic 

আপনি কি একই মোবাইলে দু'টি সিম ব্যাবহার করেন?তাহলে এই লেখাটা আপনার কাজে আসবে আশা করি ।



আপনি কি ডুয়েল সিম কার্ড ব্যাবহার করেন,তাহলে এই লেখাটা আপনার জন্য
 
সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ বন্ধদেখায় ? অথবা সিম-২ দিয়ে কথা বলার সময় সিম-১ বন্ধ দেখায় ?
এই সমস্যার সমাধান টি আজ আপনাদের করে দিব আমরা যারা ডুয়েল সিমের ফোন ব্যবহার করি তাদের ক্ষেত্রে একটি কমন প্রবলেমহচ্ছে -
সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ বন্ধ দেখায় অথবা সিম-২ দিয়ে কথা বলার সময় সিম-১ বন্ধ দেখায় আর এর জন্য কত সমস্যাই না হয়আর কলগুলো যদি খুবই ইম্পরট্যান্ট হয় তাহলে তো কথাই নেইকিন্তু ভেবে দেখুন তো এমন যদি হত সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ এর কল ওয়েটিং দেখাবে