Mobile Charging Solution class-14


Charging Solution
                                      Any Mobile(Basic)


  • সর্বপ্রথম চেক করব চার্জার ভাল আছে কি না ।যদি ভাল থাকে তাহলে ৬-৮v দেখাবে ।
  • এরপর চেক করব চার্জিং কানেক্টর ।ময়লা বা মরিচা আছে কি না,যদি থাকে তাহলে ভাল করে পরিস্কার করব ।
  • ভাঙ্গা বা নষ্ট থাকলে পরিবর্তন করব ।
  • ভাল থাকলে চার্জারের সমান ভোল্টেজ দেখাবে ।
  • এরপর চেক করব ব্যাটারী (অনেক সময় ব্যাটারীরভোল্টেজ ও এম্পিয়ার ঠিক দেখাবে কিন্তু তারপর ও ব্যাটারী চার্জ নেয় না,এক্ষেত্রে একটি ভাল ব্যাটারী দিয়ে টেস্ট করতে হবে) ।
  • ব্যাটারীতে যদি এম্পিয়ার না থাকে তাহলে কুইক চার্জ দিয়ে নিতে হবে ।
  • এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
  • সেটে চার্জার লাগানো অবস্থায় ব্যাটারীর কানেক্টরে ব্যাটারীর সমান পরিনাম ভোল্টেজ পাওয়া যায় কি না ,সামান্য কমবেশি হতে পারে ।
  • যদি ঠিক থাকে তাহলে সেটটিকে ভাল করে ওয়াশ করে টেবিল লেম্প এ দিয়ে হিট দিব ।

No comments:

Post a Comment