MobileTraining Class 17


Nokia 1100,1108,2300,2600 Ringer Solution :
Ringer ভাল থাকার পরও যদি কাজ না হয় তাহলে দেখব রিঙ্গার পিন এর সাথে Ringer Tips এর সংযোগ পাই কিনা ।এরপর দেখব Ringer Tips এর পাশের কেপাসিটর ও কয়েল ঠিক আছে কি না এবং টিপস থেকে উক্ত পার্টস গুলির মধ্যে  লাইন থাকে,সেই লাইন ঠিক আছে কিনা চেক করব ।যদি লাইন কাটা থাকে তাহলে মেজিক তার দিয়ে লাইন টেনে দিতে হবে ।
চিত্র- Ringer


Nokia 1100,1108,2300,2600 Insert Sim Solution :  প্রথমেই চেক করব sim socket ।এরপর sim socket এর পাশের parts গুলি ভালভাবে soldering করে চেক করব ।তারপরও যদি না হয় তাহলে sim base এর ডান পাশের উপরের কোনায় ছোট্ট আইসিটি(সিম আইসি) পরিবর্তন করে দিব ।

N.B এই সেটে অনেক সময় সিম আইসির পরিবর্তে জোড়া রেজিস্টর ব্যবহার করা হয়ে থাকে ।

Nokia 1100,1108,2300,2600 Speaker Solution :Speaker ভাল থাকার পরও যদি কাজ না করে তাহলে UEM ic এর ডানপাশের নীচের কোনায় অথবা Clock crystal এর বামপাশের যে জোড়া resistor টি আছে সেটি চেক করব ভাল আছে কিনা ।যদি ভাল না থাকে তাহলে পরিবর্তন করব ।যদি ভাল থাকে তাহলে Speaker Tips থেকে ঐ রেজিস্টরে লাইন থাকে সেটি ভাল করে চেক করব ও লাইন যদি কাটা থাকে তাহলে মেজিক তার দিয়ে লাইন টেনে দিব ।তারপরও যদি না হয় তাহলে Headphone টিপস এর সাথে সংযোগ করে দিব ।


Nokia 1100,1108,2300,2600 Microphone Solution :
Microphone ভাল থাকের পরও যদি কাজ না করে তাহলে Microphone Tips এর উপরের বামপাশের কোনার parts গুলি ও  UEM ic এর নিচের parts গুলি ভাক করে চেক করব,প্রয়োজনে ভাল করে ওয়াশ করব ।Microphone Tips থেকে উক্ত পার্টস এ দুটি লাইন থাকে এ লাইন গুলি চেক করব ।যদি লাইন না থাকে তাহলে লাইন টেনে দিব ।এরপর ও যদি কাজ না হয় তাহলে Headphone Tips থেকে লাইন টেনে দিব ।
চিত্র-Microphone & Speaker
 

No comments:

Post a Comment