Nokia 1110,1110i,1112,1600,2610,2626,6030 All Solution-Class-19


Nokia 1110,1110i,1112,1600,2610,2626,6030 Microphon Solution:-
এই সেটে যদি Microphone সমস্যা দেখা যায় ।তাহলে প্রথমেই দেখব মাইক ঠিক আছে কিনা ।যদি Microphone ঠিক থাকার পরও কাজ না করে তাহলে Microphone Tips এ মিটার দিয়ে মান দেখাই কিনা দেখে নিব ।যদি মান না দেখাই তাহলে টিপস এর উপরের পার্টস গুলি ঠিক আছে কি না চেক করব এবং টিপস থেকে লাইন ঐ পার্টস এর মাঝে থাকে,সেই লাইন ঠিক আছে কিনা দেখব ।যদি কোন লাইন কাটা থাকে তাহলে যে লাইনটি কাটা আছে তা দেখে মেজিক তার দিয়ে লাইন টেনে দিব ।বিশেষ করে পজিটিভ লাইনটি ভাল করে দেখব ।এখান থেকে লাইন করে দেয়ার পরও যদি না হয়,তাহলে clock crystal এর উপরের তিনটি কেপাসিটর এর ডানপাশে যে Resistor আছে তার মাথা থেকে পজেটিভ লাইন টেনে দিব ।

 Nokia 1110,1110i,1112,1600,2610,2626,6030 Speaker & Ringer  Solution:-
 এই সেটেগুলাতে রিঙ্গার দিয়েই স্পিকারের কাজ করা হয়েছে ।অর্থাত রিঙ্গার ও স্পিকারের কাজ চালানো হয়েছে একটি ডিভাইস দিয়ে ।এই সেটে যদি speakerRinger সমস্যা দেখা যায়,তাহলে প্রথমেই আমরা দেখব রিঙ্গারের সাথে রিঙ্গার টিপসের কানেক্ট পাই কিনা।এরপর দেখব Ringer Tips এ মান দেখাই কিনা ।যদি মান পাওয়া যায়
তাহলে সেটটি ভাল করে থিনার দিয়ে ওয়াশ করব এবং টেবিল লেম্পে হিট দিব ।যদি না দেখাই তাহলে LCD Connector এর বাম পাশে দুটি কেপাসিটর আছে,সেটি চেক করব ।Ringer Tips থেকে ঐ পার্টস এ লাইন থাকে সেই লাইন ঠিক আছে কিনা দেখে নিব ।যদি লাইন কাটা থাকে তাহলে মেজিক তার দিয়ে লাইন করে দিতে হবে ।এরপর যদি কাজ না হয়,তখন দেখব Ringer ic এর উপরে দুটি কয়েল আছে,সেই কয়েল দুটিতে মিটার দিয়ে মান আছে কিনা দেখব ।যদি মান পাওয়া না যায় তাহলে বুঝতে হবে Ringer ic খারাপ ।যদি মান পাওয়া যায় তাহলে ঐ কয়েল থেকে Ringer Tips এ লাইন থাকে,সেই লাইন আছে কিনা দেখে নিব ।লাইন কাটা থাকলে লাইন টেনে দিব ।সব ঠিক থাকার পরও যদি কাজ না করে তাহলে Ringer ic পরিবর্তন করে দিব ।

Nokia 1110,1110i,1112,1600,2610,2626,6030 Not Charging Solution:-
 এই সেটে যদি Not charging লেখাটা ডিসপ্লেটে দেখা যায়,তাহলে প্রথমেই আমরা ব্যাটারি পরিবর্তন করে দেখব ।যদি কাজ না হয় তাহলে চার্জার চেঞ্জ করে দেখব ।এরপরও যদি কাজ না হয় তাহলে মাদার বোর্ডটি কে ভাল করে থিনার দিয়ে ওয়াশ করব এবং টেবিল লেম্পে হিট দিব ।যদি কাজ না হয় তাহলে ব্যাটারির কানেক্টরের পিছনে দুটি পার্টস আছে,একটি কেপাসিটর ও একটি রেজিস্টর ।পার্টস দুটি রিমোভ করে দেখব ।যদি কাজ না হয় তাহলে charging tips এর উপরের ডান কোনায় একটি চার পিনের চকচকে পার্টস আছে সেটি চেঞ্জ করে দেখব ।এতেও যদি কাজ না হয় তাহলে এটি রিমোভ করে দিব ।এরপরও যদি কাজ না হয় তাহলে কিপেড আইসি এর নিচে একটি রেজিস্টর আছে সেটি পরিবর্তন করে দেখব ।তারপরও যদি কাজ না হয় তাহলে Ringer ic এর বামপাশে জোড়া রেজিস্টর আছে সেটি চেঞ্জ করে দিব ।

Nokia 1110,1110i,1112,1600,2610,2626,6030, Local Mode & Test Mode Solution :- এই সমস্যা যদি ডিসপ্লেতে দেখা যায় তাহলে প্রথমেই আমরা charging connector চেঞ্জ করে দেখব ।এরপর দেখব ব্যাটারি ঠিক আছে কিনা ।এরপর সেটটি কে ভাল করে থিনার দিয়ে ওয়াশ করে টেবিল লেম্পে হিট দিব ।যদি কাজ না হয় তাহলে Ringer ic এর বামপাশে একটি জোড়া রেজিস্টর আছে সেটি রিমোভ করে দিব ।

Nokia 1110,1110i,1112,1600,2610,2626,6030, Hands Free Solution :- এই পর্যায়ে আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন ও তার উত্তর দিয়ে সমস্যার সমাধানটি শিখাব ।
  1. ডিসপ্লেতে হেডফোন চিহ্ন আসে?
  2. ডিসপ্লেতে গাড়ি-ঘোড়ার চিহ্ন আসে ?
  3. ডিসপ্লেতে যখন এই চিহ্ন থাকে তখন নরমাল ভাবে কথা শুনতে পাই না,লাউড দিয়ে কথা বলতে হয়?
  4. ডিসপ্লেতে এই চিহ্ন যখন থাকে,রিং বাজেনা?কথা শুনা যায় না?কথা অপর প্রান্তে শুনতে পাই না ?
এই সমস্যা নিয়ে যখন কোন মোবাইল আমাদের কাছে আসবে তখন আমরা প্রথমেই মোবাইলটিকে ভাল করে ওয়াশ করব ।এরপর যদি কাজ না হয় তাহলে চার্জিং কানেক্টর পরিবর্তন করে দিব ।  

No comments:

Post a Comment