Nokia 1100,1108,2300,2600 Network and Charging Solution-Class-16


Nokia 1100,1108,2300,2600 Network Solution:
প্রথমেই চেক করব বেসিক । বেসিক চেক করার পরও যদি না হয় তাহলে Antenna Tips থেকে লাইন নীচের একটি Fuse ও একটি ceramic capacitor এর মধ্য দিয়ে Antenna Switch এর মাঝে আসে,এই লাইনটি ভাল করে চেক করব ।লাইন চেক করে যদি কোথাও লাইন কাটা পাওয়া যাই, তাহলে মেজিক তার দিয়ে লাইন করে দিতে হবে ।যদি লাইন ভাল থাকে তাহলে Antenna Switch এবং এর আশে-পাশে যে সকল পার্টস আছে সেগুলি ভাল করে সোল্ডারিং করব ।এরপরও যদি কাজ না হয়
তাহলে Antenna Switch রিবর্তন করে দেখব ।তারপর ও যদি না হয় তাহলে PF পরিবর্তন করব ।
Nokia 1100,1108,2300,2600 Charging Solution :
বেসিক কাজ করার পরও যদি না হয় তাহলে Battery Connector এর ডান পাশের parts গুলি ভাল করে সোল্ডারিং করে চেক করব ।Charging Tips এর প্রজেটিভ টিপস থেকে উক্ত parts গুলির মধ্য দিয়ে Battery Connector এর positive প্রান্তে লাইন থাকে,এই লাইনটি ভাল করে চেক করব ।যদি লাইন কাটা থাকে তাহলে লাইন মেজিক তার দিয়ে লাইন টেনে দিতে হবে ।যদি লাইন ঠিক থাকে তাহলে দুই পিন এর একটি চার্জিং ডাইওড আছে কালো রং এর,সেই ডাইওড টি পরিবর্তন করে দিব ।
 

No comments:

Post a Comment