Nokia Model 1100 ,1108 ,2300 ,2600 Power Solution_Class-15


Nokia Model 1100 ,1108 ,2300 ,2600 Power Solution

প্রথমেই বেসিক চেক করব ।বেসিক চেক করার পরও যদি না হয়,তাহলে software দিয়ে চেস্টা করব ।software দিয়ে যদি না হয় তাহলে,UEM ic এর আশেপাশের parts গুলি (বিশেষ করে উপরের গুলি)ভালভাবে সোল্ডারিং করব ।
সোল্ডার করার পর দেখব সেটে শর্ট আছে কি না,এবং পাওয়ার আসে কি না ।তারপরও যদি না হয় তাহলে ফ্লাশার আইসিটি চেঞ্জ করব । এরপর ও যদি না হয় তাহলে UEM ic পরিবর্তন করব ।  
N.B.এই সেটে পাওয়ার সমস্যার জন্য Hardware এর কাজ করার পুর্বে একাধিকবার software দিয়ে চেস্টা করব ।

No comments:

Post a Comment